✅ Tech Sales Power Bangladesh –
       Terms of Service.

স্বাগতম! Tech Sales Power Bangladesh (TSP)-এর পণ্য/সেবা ক্রয়ের মাধ্যমে আপনি আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করছেন। নিম্নোক্ত শর্তাবলী আপনার উপর প্রযোজ্য হবে।

যদি আপনি এই শর্তাবলী মেনে নিতে সম্মত না হন, তবে TSP Bangladesh থেকে পণ্য/সেবা ক্রয় করতে পারবেন, তবে ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

 

 ব্যবসায়িক সদস্যদের জন্য নীতিমালা শর্তাবলী ।

  1. বয়সসীমা আইডি প্রাপ্তি।
    • TSP-তে কাজ করার জন্য আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে।
    • ১০০ পয়েন্টের যেকোনো প্রডাক্ট/প্যাকেজ ক্রয় করলেই আপনি একটি ফ্রি বিজনেস আইডি পাবেন।
    • এই আইডি দিয়ে কোম্পানির পণ্য/সেবা বিক্রয়ের মাধ্যমে আয় করার সুযোগ থাকবে।

  2. মেম্বারশিপ ক্যাটাগরি।
    • TSP-তে ৩ ধরনের মেম্বারশিপ রয়েছে:
      • (ক) একটিভ মেম্বার
      • (খ) ক্লাসিক মেম্বার
      • (গ) উদ্যোক্তা মেম্বার
    • প্রথম বছর মেম্বারশিপ ফ্রি থাকবে। পরবর্তী বছরে সাবস্ক্রিপশন ফি ৩৬৫ টাকা দিতে হবে। এটা একটিভ হবে ম্যানেজার পদবী হোল্ডার থেকে 

  3. আইডি খোলার নিয়ম।
    • একজন ব্যক্তি একটি মোবাইল নম্বর, একটি ইমেইল এবং একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে একটি আইডি খুলতে পারবেন।

  4. কোম্পানির ক্ষতি হলে ব্যবস্থা।
    • কোনো মেম্বারের কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতির সম্ভাবনা থাকলে, কোম্পানি তার মেম্বারশিপ বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

  5. আন্তর্জাতিক সদস্যপদ ।
    • বিশ্বের যেকোনো দেশ থেকে মেম্বার হয়ে TSP-এর সাথে ব্যবসা করার সুযোগ রয়েছে।

  6. অ্যাকাউন্ট নিরাপত্তা ।
    • অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
    • পাসওয়ার্ড ফাঁস বা হ্যাক হলে দায়ভার নিবন্ধিত সদস্যের।
    • কোম্পানি প্রয়োজনে পাসওয়ার্ড রিকভারি করতে সহায়তা করবে।

  7. উইথড্র প্রক্রিয়া ।
    • উইথড্র দেওয়ার পর ১ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অর্থ প্রদান করা হবে।
    • ভুল তথ্য দেওয়ার কারনে অর্থ অন্যত্র চলে গেলে দায়ভার সদস্যের।
    • সরকারি ছুটির দিনে পেমেন্ট ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

  8. পণ্য সরবরাহ রিটার্ন ।
    • অনলাইনে ক্রয়কৃত পণ্য ৩–৫ কর্মদিবসের মধ্যে কুরিয়ার/এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হবে।
    • ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত পাঠালে পরিবর্তন করা যাবে। কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।

  9. সার্ভিস চার্জ ট্যাক্স ।আয় উত্তোলন ।
    • এবং সকল আয়ের উপর ১০% TDS (Tax Deducted at Source) কাটা হবে।

  • সদস্যরা তাদের আয় যেকোনো সময় উত্তোলন করতে পারবেন, এতে ক্যাশ আউট চার্জ  ৫% কর্র্তন  করা হবে ।
  1. নমিনী উত্তরাধিকার ।
  • কোনো সদস্য মারা গেলে তার নমিনী মেম্বারশিপ ও আয় উত্তরাধিকারসূত্রে পাবেন।সেক্ষেত্রে মেম্বার প্রোফাইলে নমিনীর ইনফরমেশন আপডেট থাকতে হবে।
  • নমিনী না থাকলে আয় কোম্পানির চ্যারিটিতে চলে যাবে।
  1. রাজনৈতিক নিরপেক্ষতা ।
  • TSP একটি সম্পূর্ণ নন-পলিটিক্যাল কোম্পানি।
  • কোম্পানির ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড করলে মেম্বারশিপ বাতিল হবে।
  • ব্যক্তিগত জীবনে রাজনীতি করার স্বাধীনতা থাকবে।
  1. অক্রিয় সদস্যপদ
  • কোনো সদস্য  টানা ৩ মাস ব্যবসায়িক সকল কার্যক্রমে অংশগ্রহণ না করলে এবং উল্যেখযোগ্য কারন ছাড়া অন্য কোম্পানিতে কাজ করলে তার মেম্বারশিপ বাতিল বলে গন্য হবে।
  1. নীতিমালা পরিবর্তন ।
  • কোম্পানি যে কোনো সময় নীতিমালা, কার্যপ্রণালী ও মার্কেটিং পরিকল্পনা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

 

ধন্যবাদান্তে,

আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়-
ব্যবস্থাপনা পরিচালক।
টেক সেলস পাওয়ার বিডি লি:

#For Active Nation Bulding.